—ছবি সংগৃহিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে বড় পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ সমাগত। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে মুক্ত হয়ে পূর্ণাঙ্গ ‘চেয়ারম্যান’ হতে যাচ্ছেন তারেক রহমান।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাতে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গুলশানে জরুরি বৈঠক
আজ রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আহ্বান করা হয়েছে। যদিও এটি দলের নিয়মিত কোনো শিডিউল বৈঠক নয়, তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
স্থায়ী কমিটির সংকেত
বিএনপির একজন নীতি-নির্ধারণী পর্যায়ের নেতা জানিয়েছেন, আজকের বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা। এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইঙ্গিত দিয়েছিলেন যে, দুই-একদিনের মধ্যেই এই সিদ্ধান্ত আসছে।
প্রেক্ষাপট
২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর পদটি স্থায়ীভাবে শূন্য হয়। ফলে গঠনতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব দিচ্ছে দল।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই পদোন্নতি বিএনপির তৃণমূল ও কেন্দ্র পর্যায়ে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। এখন সবার চোখ গুলশান কার্যালয়ের দিকে, যেখানে রাতেই নির্ধারিত হতে পারে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব।