—ছবি সংগৃহিত
আসন্ন দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতায় এবার সরকারের অবস্থান পরিষ্কার করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারত নয়— বরং নিরপেক্ষ ভেন্যুতে খেলা আয়োজিত হলেই কেবল বাংলাদেশ দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে।
নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, “একজন ক্রিকেটারকে (মোস্তাফিজুর রহমান) যদি ভারত নিরাপত্তা দিতে না পারে, তবে একটি ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তার বিষয়টি আমরা কীভাবে নিশ্চিত হবো? এই অবস্থায় বাংলাদেশ কেবল নিরপেক্ষ ভেন্যুতেই খেলবে।”
সংকটের মূলে মোস্তাফিজ ইস্যু
সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ঘিরে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর হুমকির মুখে তাকে দল থেকে অব্যাহতি দিতে বাধ্য করে বিসিসিআই। এই ঘটনার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানায় যে, বিদ্যমান পরিস্থিতিতে তারা ভারতে দল পাঠাবে না।
বিসিবির দাবি: শ্রীলঙ্কা হোক বিকল্প ভেন্যু
বিসিবি ইতিমধ্যে তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার আজকের বক্তব্যের পর বিসিবির সেই অবস্থানের পালে আরও হাওয়া লাগল। কূটনৈতিক ও ক্রীড়া উভয় মহলই এখন মনে করছে, মোস্তাফিজ ইস্যুতে ভারতের ব্যর্থতা দুই দেশের ক্রীড়া সম্পর্কে বড় ধরনের ফাটল ধরিয়েছে।
এক নজরে প্রধান পয়েন্টগুলো:
সরকারের অবস্থান: ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল।
শর্ত: নিরপেক্ষ ভেন্যুতে (যেমন: শ্রীলঙ্কা) খেলা আয়োজন করতে হবে।
মূল উদ্বেগ: ক্রিকেটার ও সমর্থকদের জীবনের নিরাপত্তা।
আইসিসি-র ভূমিকা: বাংলাদেশ এখন বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত জবাবের অপেক্ষায়।