—ছবি সংগৃহিত
ভারতজুড়ে অবস্থিত বাংলাদেশের সবকটি কূটনৈতিক মিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা (Tourist Visa) ইস্যু করা সীমিত করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই সিদ্ধান্তের কথা জানা গেছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।
প্রধান কার্যালয় ও মিশনগুলোর বর্তমান চিত্র
প্রাথমিকভাবে দিল্লি, আগরতলা ও গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো পর্যটক ভিসা সীমিত করার ঘোষণা দিলেও, এখন সেই তালিকায় যুক্ত হয়েছে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের ডেপুটি হাইকমিশন। বর্তমানে ব্যবসায়িক (Business) ও কর্মসংস্থান (Employment) ভিসা ছাড়া অন্য সব ধরণের ভিসা ইস্যু কার্যত বন্ধ রাখা হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মূলত নিরাপত্তা বিবেচনা এবং দুই দেশের মধ্যে চলমান বিদ্যমান উত্তেজনার প্রেক্ষাপটেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে থাকা ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনার পর থেকেই দুই দেশের ভিসা প্রক্রিয়ায় স্থবিরতা নেমে আসে।
পাল্টা ব্যবস্থার প্রতিফলন?
উল্লেখ্য যে, গত ৫ আগস্টের পর থেকে ভারতও বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা সীমিত করে রেখেছে। বর্তমানে জরুরি মেডিকেল ভিসা এবং বিশেষ কিছু প্রয়োজন ছাড়া সাধারণ বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। বাংলাদেশের এই সর্বশেষ সিদ্ধান্তকে সেই পরিস্থিতিরই একটি প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এক নজরে মূল তথ্য:
কার্যকর: ৮ জানুয়ারি, ২০২৬ থেকে।
আক্রান্ত মিশন: দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, আগরতলা ও গুয়াহাটি।
চালু আছে: শুধুমাত্র ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা।
বন্ধ: পর্যটক ভিসাসহ অন্যান্য সাধারণ বিভাগ।