—ছবি সংগৃহিত
জুলাই বিপ্লবের অন্যতম সংহতি যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন।
সম্প্রতি দুবাইয়ে অবস্থানের দাবি করে ফয়সালের দেওয়া ভিডিও বার্তাটি সঠিক হলেও তার অবস্থান সংক্রান্ত তথ্যটি মিথ্যা বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এই চাঞ্চল্যকর তথ্য জানান।
ভিডিও বার্তার রহস্য ও ডিবির তদন্ত
হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ফয়সাল করিম মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ভিডিও বার্তা প্রকাশ করে দাবি করেছিলেন যে, তিনি দুবাইয়ে আছেন এবং এই হত্যাকাণ্ডে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এ প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, “আমরা ভিডিওটি পরীক্ষা করে দেখেছি এটি এআই (AI) দিয়ে তৈরি নয়, অর্থাৎ ভিডিওটি আসল। তবে তার অবস্থান দুবাই নয়; আমাদের তদন্ত ও গোয়েন্দা তথ্য বলছে সে বর্তমানে ভারতেই অবস্থান করছে।”
চার্জশিট ও পলাতক আসামিদের তালিকা
ডিবি প্রধান জানান, এই হত্যা মামলায় মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। যার মধ্যে ১২ জন বর্তমানে কারাবন্দি। বাকি ৫ জন এখনো পলাতক। পলাতকরা হলেন: ১. ফয়সাল করিম মাসুদ (সরাসরি গুলিবর্ষণকারী) ২. আলমগীর শেখ (মোটরসাইকেল চালক) ৩. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী) ৪. ফিলিফ স্নাল (পালাতে সহায়তাকারী মানবপাচারকারী) ৫. জেসমিন (ফয়সালের বোন)
হত্যার পরিকল্পনা ও সীমান্ত পাড়ি
তদন্তে উঠে এসেছে, পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর সরাসরি পরিকল্পনা ও নির্দেশনায় এই হত্যাকাণ্ড সম্পন্ন হয়। হাদিকে গুলি করার পর ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যান। ডিবি প্রধান আরও জানান, বর্তমানে যারা চার্জশিটে আছেন তাদের বাইরেও যদি নতুন কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে পরবর্তীতে সম্পূরক চার্জশিট প্রদান করা হবে।