আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের ‘পাতানো নির্বাচন’ বা একতরফা ছক দেখা গেলে তা রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
একইসঙ্গে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তিদের যাতায়াতকে ‘অশনিসংকেত’ হিসেবে অভিহিত করেছে দলটি।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপি’র মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গোয়েন্দা প্রধানের রাজনৈতিক সফর নিয়ে প্রশ্ন
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, “আমরা দেখেছি এনএসআই প্রধান একটি দলের প্রধানের সঙ্গে তাদের পার্টি অফিসে গিয়ে সাক্ষাৎ করেছেন। নিরাপত্তাজনিত কারণে সাক্ষাৎ হতে পারে, কিন্তু পার্টি অফিসে গিয়ে তা করা আমাদের কাছে অশনিসংকেত। ইসিকে কথার মাধ্যমে নয়, কার্যক্রম দিয়ে প্রমাণ করতে হবে যে নির্বাচন নিরপেক্ষ হচ্ছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘হতাশাজনক’ উল্লেখ করে এনসিপি মুখপাত্র বলেন:
মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি নেই।
চিহ্নিত সন্ত্রাসীরা এখনো জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
তফসিল ঘোষণার পরদিনই এনসিপির এক সহযোদ্ধা খুনের ঘটনা উল্লেখ করে তিনি অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
‘ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন নয়’
জাতীয় পার্টিকে নির্বাচনে না রাখার দাবি পুনর্ব্যক্ত করে আসিফ মাহমুদ বলেন, “জাতীয় পার্টি বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিল। আমরা কমিশনকে পরিষ্কার বলেছি, ফ্যাসিবাদের দোসরদের এই নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ বা পুনর্বাসন আমরা চাই না।” জবাবে কমিশন জানিয়েছে, তারা বিধিবদ্ধভাবে বিষয়টি দেখবে।
সারজিস আলমের হলফনামা বিতর্ক
পঞ্চগড়-১ আসনে এনসিপি প্রার্থী সারজিস আলমের হলফনামায় সম্পদের তথ্যের গরমিল সংক্রান্ত অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, “আয়কর রিটার্ন দেওয়া হয় জুন মাসে, আর এখন জানুয়ারি। এই ছয় মাসে আয়ের পরিবর্তন হওয়া স্বাভাবিক। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অতিরঞ্জিত করা হচ্ছে।”
রাজপথের লড়াইয়ের ঘোষণা
প্রশাসনের পক্ষপাতিত্ব বা বড় দলের প্রতি দুর্বলতা দেখা গেলে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করবেন না জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন কমিশন ও সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। তবে তা সম্ভব না হলে ভোটাধিকার ছিনিয়ে নিতে আমরা আবারও আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হব।”
বৈঠকে এনসিপি’র চার সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন ফয়সাল মাহমুদ শান্ত, অ্যাডভোকেট শাকিল আহমাদ এবং মাহাবুব আলম।