—ছবি সংগৃহিত
ভারতীয় উগ্রবাদীদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ পড়ার ক্ষত মুছতে না মুছতেই বড় সুখবর পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
বিশ্ব ক্রিকেটে তাঁর আকাশচুম্বী চাহিদার প্রমাণ দিয়ে এবার তাঁকে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলের ১১তম আসরে মাঠ মাতাবেন এই বাঁহাতি পেসার।
মঙ্গলবার পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে মোস্তাফিজের যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পিএসএলের হুঁশিয়ারি: ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে’
পিএসএল কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজের একটি বিধ্বংসী ছবি পোস্ট করে লিখেছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে… এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’ দীর্ঘ ৭ বছর পর পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরছেন তিনি। এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
৮ দলের লড়াইয়ে নতুন গন্তব্য
এবারের পিএসএল হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে প্রথমবারের মতো ৮টি দল অংশগ্রহণ করবে। যদিও প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে মোস্তাফিজের মতো বিশ্বসেরা বোলারকে যে দলগুলো লুফে নিতে মুখিয়ে থাকবে, তা নিশ্চিত। আগামী ২৬ মার্চ শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ৩ মে পর্যন্ত।
আইপিএল থেকে বাদ পড়ার প্রেক্ষাপট
গত শনিবার আকস্মিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মৌখিক নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দেয়। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড দামে বিক্রি হওয়া মোস্তাফিজ ছিলেন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার। ভারতীয় উগ্রবাদীদের হুমকির কারণে তাঁকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে।
লাভবান হলো পাকিস্তান
ভারতের অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়ে মোস্তাফিজ যখন আইপিএল বঞ্চিত হলেন, তখন দুনিয়ার অন্যতম সেরা এই ডেথ ওভার স্পেশালিস্টকে পেয়ে নিজেদের লিগের জৌলুস বাড়িয়ে নিল পাকিস্তান। ক্রিকেট বিশ্লেষকদের মতে, আইপিএল যা হারিয়েছে, পিএসএল তা দুই হাত বাড়িয়ে গ্রহণ করে নিজেদের ব্র্যান্ড ভ্যালু আরও বৃদ্ধি করল।