
শিবগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও এলাকায় ৭ বছরের মেয়ে শিশুকে একই এলাকার মদুল আলী কতৃক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গত ২৮ জুন ২০২৩ বুধবার ৭ বছরের সেই নির্যাতিত মেয়ে শিশু ও ৩ বছরের ছেলে শিশু মদুলের বাড়িতে আমড়া কুড়াতে গেলে মদুল মেয়ে শিশুটিকে জোর পূর্বক ঘরে নিয়ে যায় আর সেই খান থেকে ৩ বছরের শিশু পালিয়ে যায়।
পরবর্তীতে বাড়িতে গিয়ে মেয়ে শিশুটি মাকে সব কিছু বললে মা সাথে সাথেই মদুলের কাছে যায় এবং বিষয় টি জানতে চাইলে মদুল মেয়ের মা ও মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়, বিষয়টি গ্রামের লোকজন জানাজানি হলে মদুল তার দলবল নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালাই এবং থানায় ও হাসপাতালে গেলে প্রাণ নাসের হুমকি দেয়, বিষয় টি ধামাচাপা দিতে গত ৪/৭/২০২৩ এলাকার মেম্বার ও মড়ল মাতব্বরদের নিয়ে মদুল জোর পূর্বক রফাদফা করার চেষ্টা করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠেন এবং শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন, বিষয়টি জানতে পেরে পুলিশ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে অভিযুক্ত মদুলকে আটক করে থানায় নিয়ে যায়।
এবং উক্ত ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়নের বামুনগাওয়ের এলাকাবাসী, ৫/৭/২০২৩ বুধবার বিকেল ৪ ঘটিকায় বামুনগাও বাজারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপি চলা এই মানববন্ধনে প্রশাসনের কাছে ধর্ষক মদুল আলীর কঠিন শাস্তিমূলক বিচারের দাবি জানাই এলাকাবাসী।
তারা আরও বলেন মদুল অতীতেও এইরকম ঘটনা ঘটিয়েছে, যাতে আর এই ধরনের ঘটনা না ঘটাতে না পারে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এই ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ বলেন অভিযুক্তর বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।