
বাংলাদেশ থামলো ১৬৯ রানে
আফগান্তিানের আগুন ঝড়ানো বোলিংয়ে অবশেষে ১৬৯ রানে থামলো মুস্তাফিজরা। রশিদদের জয়ের জন্য প্রয়োজন ১৭০ রান। যদিও বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচটি কমিয়ে ৪৩ ওভারে আনা হয়েছে। অবশ্য বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৪৩ ওভারই খেলেছে।
তবে ক্রিকেটে বাংলাদেশের এই সংগ্রহ ৫০ ওভারই হোক আর ৪৩ ওভার হোক অতি সীমিত। প্রতিপক্ষের জন্য ৩০ ওভারই যতেষ্ট। তবে খেলাটি যখন ক্রিকেট—তখন মোড় খুরতেও সময় লাগেনা।
আফগানিস্তানের জন্য প্রয়োজন ১৬৪ রান। বৃষ্টি আইনে ৩ রান কমিয়ে এই লক্ষ্য দেওয়া হয়েছে।
এরআগে দারুণ এক রিভিউ নিলেন রশিদ খান। রশিদের শিকার হয়ে এলবির ফাঁদে আটকে ৪ রান করে সাজঘরে ফিরে গেলেন আফিফ।
আফগান বোলিংয়ে এলোমেলো বাংলাদেশ