—ছবি সংগৃহিত
ভেনেজুয়েলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনের অবসান ঘটল এক ঝটিকা মার্কিন অভিযানে। আটকের পর মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে এখন হেলিকপ্টার ও যুদ্ধজাহাজে করে নিউ ইয়র্কের পথে নিয়ে যাওয়া হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযানের অবিশ্বাস্য সব তথ্য ফাঁস করেছেন। ট্রাম্প জানিয়েছেন, নিউ ইয়র্কের আদালতে মাদুরোর বিরুদ্ধে ইতিমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং সেখানে তাঁকে ‘আমেরিকান বিচারব্যবস্থার মুখোমুখি’ করা হবে।
ইস্পাতের দুর্গ ভেদ করে আটক
মাদুরোকে যেখান থেকে আটক করা হয়েছে, সেই জায়গার বর্ণনা দিয়ে ট্রাম্প একে ‘বাড়ির চেয়ে দুর্গ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "সেটি কোনো সাধারণ বাড়ি ছিল না, বরং নিরেট ইস্পাতে ঘেরা এক দুর্ভেদ্য দুর্গ। মাদুরো যখন পালানোর চেষ্টা করছিলেন, তখন তিনি একটি সেফ-রুমে ঢোকার চেষ্টা করেন, যেটি সম্পূর্ণ স্টিল দিয়ে ঘেরা ছিল। কিন্তু আমাদের স্পেশাল ফোর্স এতোটা ক্ষিপ্র ছিল যে তিনি সেখানে পৌঁছানোর আগেই ধরা পড়েন।"
ট্রাম্প আরও জানান, অভিযানে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিরূপ আবহাওয়া। এ কারণে চার দিন অপেক্ষা করতে হয়েছে। হঠাৎ আবহাওয়া অনুকূলে আসায় তিনি তৎক্ষণাৎ অভিযানের চূড়ান্ত নির্দেশ দেন।
টেলিভিশন শোর মতো রুদ্ধশ্বাস অপারেশন
অভিযানের তীব্রতা ও গতি নিয়ে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, "আমি আক্ষরিক অর্থেই একটি টেলিভিশন শো দেখার মতো করে লাইভ ফিডে এই অপারেশন দেখছিলাম। অভিযানের গতি ও ক্ষিপ্রতা ছিল অবিশ্বাস্য। বিশ্বের আর কোনো দেশের পক্ষে এমন নিখুঁত কৌশলগত অভিযান চালানো সম্ভব নয়।" ট্রাম্প গর্বের সাথে জানান, বিশ্বের শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বকে এই বার্তাই দিতে চায় যে, তাঁদের আর কেউ ‘ধমক’ দিতে পারবে না।
এক সপ্তাহ আগেই ছিল আত্মসমর্পণের সুযোগ
প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ করেন যে, অভিযানের ঠিক এক সপ্তাহ আগে তিনি ব্যক্তিগতভাবে মাদুরোর সাথে কথা বলেছিলেন। তখন তিনি মাদুরোকে শান্তিপূর্ণভাবে পদত্যাগ ও আত্মসমর্পণের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু মাদুরো সেই প্রস্তাব গ্রহণ না করায় এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নিয়ন্ত্রণ থাকবে এবং দেশটির সম্পদ লুটপাট বন্ধ করা হবে।
মার্কিন সেনার হতাহত ও অভিযোগের পাহাড়
অভিযানে মার্কিন পক্ষের ক্ষয়ক্ষতির বিষয়ে ট্রাম্প জানান, কোনো মার্কিন সেনার মৃত্যু হয়নি। কয়েকজন সামান্য আহত হয়েছেন, যারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে অভিযানের সময় একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
মাদুরোর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ট্রাম্প বলেন, মাদুরো ও তাঁর স্ত্রী মাদক চোরাচালানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রতি বছর লাখো মানুষের মৃত্যুর জন্য দায়ী। এছাড়াও তাঁরা নিজ দেশের অগণিত মানুষ এবং অনেক মার্কিন নাগরিককে হত্যার অপরাধে অভিযুক্ত।
ভেনেজুয়েলার পরবর্তী নেতৃত্ব
ভেনেজুয়েলার পরবর্তী নেতৃত্ব প্রসঙ্গে নরওয়েতে থাকা নোবেলজয়ী বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে সমর্থন দেওয়া হবে কি না, এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি উত্তর না দিলেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, "বিষয়টি আমাদের এখন গভীরভাবে দেখতে হবে। মাদুরোর অধীনে যে নির্বাচন হয়েছিল তা ছিল কলঙ্কজনক।"
মুক্ত প্রভাত বিশ্লেষণ: মাদুরোর এই পতন এবং যুক্তরাষ্ট্রে তাঁর বিচার প্রক্রিয়া শুরু হওয়া ল্যাটিন আমেরিকার ভূ-রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তেলের বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্য এবং মাদকবিরোধী যুদ্ধে এই অভিযানকে ট্রাম্প প্রশাসনের এক বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।