—ছবি সংগৃহিত
নতুন বছরের সূচনালগ্নে উৎসবে মেতেছিল সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি শহর ক্রানস-মন্টানা। কিন্তু মধ্যরাতের আনন্দ মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ আর্তনাদে।
সেখানে একটি বিলাসবহুল স্কি রিসোর্টে শক্তিশালী বিস্ফোরণ ও পরবর্তী অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
বারে যখন আগুনের লেলিহান শিখা
বুধবার দিবাগত রাত ঠিক দেড়টা। ক্রানস-মন্টানার সুপরিচিত স্কি রিসোর্ট ‘লা কনস্টেলেশন’-এর বারে তখন তিল ধারণের জায়গা ছিল না। নববর্ষ উদযাপনে দেশি-বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড়ের মধ্যেই আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো বারে আগুন ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি শুরু হয়।
উদ্ধার অভিযান ও হতাহতদের চিত্র
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেড, পুলিশ ও বিশেষ উদ্ধারকারী দল। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় বারের ভেতর শতাধিক মানুষ অবস্থান করছিলেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, নিহতের সংখ্যা ৪০ ছুঁয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে সিয়ন, লসান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলা নাকি দুর্ঘটনা?
ঘটনার পরপরই সন্ত্রাসবাদী হামলার আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রসিকিউটর বিয়াট্রিস পিলাউড এক সংবাদ সম্মেলনে ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে এটিকে একটি বড় ধরনের অগ্নিকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। একে আপাতত নাশকতামূলক হামলা হিসেবে বিবেচনা করছে না কর্তৃপক্ষ। ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তাপ্রধান স্টেফান গ্যানজার নিশ্চিত করেছেন যে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন।
জরুরি পদক্ষেপ ও বর্তমান অবস্থা
বর্তমানে পুরো এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। তদন্তের স্বার্থে এবং নিরাপত্তার খাতিরে রিসোর্টের ওপর দিয়ে উড়োজাহাজ চলাচল বা ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। প্রিয়জনদের খোঁজে ব্যাকুল স্বজনদের জন্য পুলিশের পক্ষ থেকে জরুরি হেল্পলাইন চালু করা হয়েছে।
নতুন বছরের এই ট্র্যাজেডিতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো সুইজারল্যান্ড। উদ্ধার কাজ শেষ হলে এবং ফরেনসিক রিপোর্ট এলে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।