
-প্রতিকী ছবি
প্রতিবেশির বাড়ি আমড়া কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৭ বছরের এক শিশু। ২৮ জুন নিজের বাড়িতে শিশুটিকে ধর্ষণ করেন মদুল (৪০) আলী নামের এক ব্যক্তি।
ধর্ষক মদুল শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও গ্রামের বাসিন্দা।
শিশুটির পরিবারের অভিযোগ— ধর্ষণের শিকার হওয়ার পর শিশুটি তার মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। বিষয়টি নিয়ে ধর্ষক মদুলের কাছে গেলে শিশুটির মাকে গালমন্দ করেন মদুল।
ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়লে অভিযুক্ত মদুল লোকজন নিয়ে শিশুটির বাড়িতে হামলা চালান। এসময় হাসপাতালে চিকিৎসা নিতে এবং থানায় অভিযোগ দিতে গেলে প্রাণ নাশের হুমকিও দেন মদুল।
শিশুটির মা জানান— ভয়ে তারা থানায় যেতে পারেননি। বিষয়টি আপোষের জন্য গতকাল মঙ্গলবার (৪ জুলাই) গ্রাম্য সালিশ বসানো হয়। একপর্যায়ে গ্রাম্য প্রধানরা থানায় খবর দেন। পুলিশ এসে বৈঠক থেকে ধর্ষক মদুলকে গ্রেপ্তার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ মুক্ত প্রভাতকে বলেন, বিষয়টি নিয়ে ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।