স্কুল ভর্তির ডিজিটাল লটারি বৃহস্পতিবার, ফল দেখা যাবে ঘরে বসেই
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার)। সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির আয়োজন করা হয়েছে। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি সেখানে যাওয়ার প্রয়োজন নেই। লটারির ফলাফল ঘরে বসেই অনলাইনে জানা যাবে।
যেভাবে দেখা যাবে ফলাফল
ডিজিটাল লটারির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে। এছাড়া মাউশির ফেসবুক পেজে লটারির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
মাউশির এক চিঠিতে জানানো হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে মহানগর, জেলা সদর ও উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি ও বেসরকারি সব মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি ডিজিটাল লটারির মাধ্যমেই সম্পন্ন করা হবে।
লটারি সম্পন্ন হওয়ার পর নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানরা জেলা ও উপজেলা ভর্তি কমিটিকে ই-মেইলের মাধ্যমে জানাবেন। এরপর ভর্তি কমিটির সভা ডেকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
আবেদন ও প্রতিষ্ঠানের তথ্য
মাউশি সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর থেকে শুরু হওয়া অনলাইন আবেদন কার্যক্রম শেষ হয় ৫ ডিসেম্বর বিকেল ৫টায়। এ সময়ের মধ্যে সফলভাবে আবেদন করেছে ১০ লাখ ৫৬ হাজার ৫৪ জন শিক্ষার্থী।
এবার ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪,০৪৮টি সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ৬৮৮টি সরকারি এবং ৩,৩৬০টি বেসরকারি বিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে।