পরীক্ষার স্বার্থে বন্ধ কর্মবিরতি; রোববার থেকেই প্রাথমিকের বার্ষিক মূল্যায়ন শুরু
দীর্ঘ কর্মবিরতির পর অবশেষে পরীক্ষার স্বার্থে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছে দেশের প্রাথমিকের সহকারী শিক্ষকরা। আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন।
শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এক যৌথ বিজ্ঞপ্তিতে জানায়, কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং মানবিক বিবেচনায় সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করে তারা কর্মসূচি স্থগিত করার উদ্যোগ নিয়েছে। পরীক্ষাগুলো শেষ না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মূল্যায়ন কার্যক্রম শেষ হওয়ার পর উভয় সংগঠন আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
এর আগে গত ৩ ডিসেম্বর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা তাদের তিন দফা দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছিলেন। তাদের অভিযোগ—১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বেতন-স্কেল উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তী ২২ দিনে কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি।
শিক্ষকদের মূল তিন দাবি—
১. প্রতিশ্রুতি অনুযায়ী আপাতত ১১তম গ্রেডে প্রজ্ঞাপন জারি।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূরীকরণ।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
শিক্ষকদের প্রত্যাশা, পরীক্ষাকালীন বিরতির মধ্যেই তাদের দাবিগুলো বাস্তবায়নে সরকার ইতিবাচক উদ্যোগ নেবে।