
প্রতিকী ছবি- মুক্ত প্রভাত
গৃহবধুকে মারধর করে স্বার্ণালংকারসহ ৯ লাখ টাকার মালামাল লুটপাট করার অভিযোগ প্রমানিত হওয়ায় এক নারীসহ ১৬ জনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ঝালকাঠি আদালত।
সোমবার ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. কামরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সকল আসামীকে কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চসহকারী মো. আবু বকর সিদ্দিক ও সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট সঞ্জিকুমার বিশ্বাস রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন, নলছিটি উপজেলার আরজি গোবিন্দপুরসহ বিভিন্ন গ্রামের জোসনা বেগম, জামাল হাওলাদার, নাজমুল মীর, কুদ্দুস তালুকদার, ফিরোজ খান, জমির হাওলাদার, শাহজাহান মোল্লা, মোঃ রেজাউল, শিপন, ছবির সিকদার, বাদল সিকদার, রাজ্জাক হোসেন, আয়াজ খা, আলমগীর হোসেন, শাহ আলম ও মো. কামরুল। একই মামলায় মন্টু মিয়া, দেলোয়ার হোসেন ও মজিবর রহমানকে খালাশ প্রদান করা হয়।
আদালতের নথী সূত্রে মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৮ আগস্ট দিবাগত রাত ১২.৩০ মিনিটের সময় নলছিটি উপজেলার আরজিগোবিন্দপুর গ্রামের সৌদি প্রবাসী কালাম শরীফের বাড়িতে ডাকাতি হয়। ২৫/৩০ জনের ডাকাত দল কালাম শরীফের ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে বাড়িতে থাকা কালাম শরীফের স্ত্রী শিউলী বেগম ও ১৪ বছরের কন্যা মনিরা আক্তারকে মারধর করে বেধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ চুয়াত্তর হাজার টাকা ও স্বর্ণালংকারসহ নয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পরেরদিন শিউলী বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে নলছিটি থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে । নলছিটি থানার এস.আই আতিকুল ইসলাম ২০১৬ সালের ৩১ জানুয়ারি ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। আদালত সাক্ষীপ্রমান গ্রহণ শেষে ১৬ জনকে সাজা এবং তিনজনকে খালাশ প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট সঞ্জিব কুমার বিশ্বাস।