
বদলগাছীতে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক- ছবি মুক্ত প্রভাত
নওগার বদলগাছীতে ১৮কেজি গাঁজাসহ জিল্লুর রহমান (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (২ জুলাই) দুপুর ১২টায় থানায় প্রেস ব্রিফিং এ বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৯.৪৫ মিনিটে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামে জিল্লুর এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তার বাড়িতে চালের ড্রাম এবং রান্না ঘরের চুলার পার্শে মাটির গর্তে লুকিয়ে রাখা ১৩কেজি গাঁজাসহ মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত জিল্লুর কয়াভবানীপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
তিনি আরো জানান যে,২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। দুপুরে আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। বদলগাছী থানায় প্রেস ব্রিফিং এর সময় উপস্থিত ছিলেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রায়হান হোসেনসহ জেলা উপজেলার সাংবাদিক বৃন্দ।