ছবি- সংগ্রহ
পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক সিনেমার মূল চরিত্রে কম, আইটেম গানে বেশি দেখা গেলেও নিজেকে যথেষ্ট সক্ষম মনে করেন। আট বছরের ক্যারিয়ারে তার হাতে গোনা কয়েকটি সিনেমা এসেছে, তবে সাম্প্রতিক সময়ে জয়ব্রত দাসের ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর একটি আইটেম গানে নাচে তিনি আবারও আলোচনায় এসেছেন।
দর্শনা জানান, “বলিউডে প্রচারধর্মী গান খুবই সাধারণ। এখন দর্শক চাহিদা আছে, তাই আমি নতুন গানে অংশ নিয়েছি। সিনেমা হলে গানটি দেখানো হবে না, শুধুমাত্র ইউটিউবে প্রকাশিত হবে।”
দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, “বলিউডের অনেক প্রতিষ্ঠিত নায়িকাও আইটেম গানে কাজ করেছেন। সেখানে আমি করলে কী সমস্যা?”
ছোট পোশাকে আইটেম গানের সমালোচনা প্রসঙ্গে দর্শনা যুক্তি দেখিয়েছেন, “সিনেমার দৃশ্যে কি পরব, সেটা আমাদের ঠিক করতে হয় না। এটা পরিচালকের দিকনির্দেশনা। অন্যান্য আঞ্চলিক ছবিতেও আইটেম গানে ছোট পোশাক হয়। বাংলাতেও সমস্যা হওয়া উচিত নয়।”
নিজেকে নায়িকা মনে না করানো প্রসঙ্গে তিনি বলেন, “বাংলা সিনেমায় কেউ আমাকে নায়িকা ভাবেন না। তবে যদি বাহ্যিক সৌন্দর্য নায়িকা হওয়ার মাপকাঠি হয়, সেটা আমার আছে। অভিনয়ও ভালো। তাই সমস্যা কোথায়, আমি জানি না।”
প্রসঙ্গত, দর্শনা গত বছর বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ ছবিতে অভিনয় করেছেন। একই বছরের মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’-এর আইটেম গানে তাকে দেখা গেছে।
বিনোদন