জাবাল আল-নূর হল একটি পর্বত যা সৌদি আরবের হেজাজ অঞ্চলের মক্কার নিকটবর্তী স্থান
জাবাল আল-নূর হল একটি পর্বত যা সৌদি আরবের হেজাজ অঞ্চলের মক্কার নিকটবর্তী স্থানে অবস্থিত। এই পর্বতটি গুহা বা হেরা গুহার জন্য পরিচিত। এই পর্বতটি মক্কার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
এর উচ্চতা মাত্র ৬৪০ মি (২,১০০ ফু), তবু গুহার কাছে পৌঁছতে প্রায় এক থেকে দুই ঘণ্টা সময় লাগে। গুহার শীর্ষে পৌঁছানোর জন্য ১,৭৫০ ধাপ রয়েছে, যা উঠতে প্রায় আধা ঘণ্টা থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।