
ঝালকাঠি: সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে।-ছবি মুক্ত প্রভাত
ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে চার জন শ্রমিক দগ্ধ হয়েছেন। নিখোঁজ রয়েছেন জাহাজের আরও ৭ শ্রমিক।
আহতদের মধ্যে দুইজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুইজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর দুইটার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরনে জাহাজটির পেছনের অংশ পুরোটাই উড়ে গেছে।
প্রাথমিক ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বা ইঞ্চিনের কোন বিস্ফোরন হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করেছে।
ঝালকাঠি: সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে।-ছবি মুক্ত প্রভাত
তবে নিখোঁজ ব্যক্তিদের এখনো সন্ধান চলছে। ঝালকাঠি সদর ,রাজাপুর,নলছিটি ও বরিশাল সদরের ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার দিকে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরেনের ফলে ওই রুমে অগ্নিকান্ডের সৃস্টি হয়। এতে জাহাজের ৯ স্টাফের মধ্যে চার জন শ্রমিক দগ্ধ হন।
দগ্ধরা হলেন, জাহাজের স্টাফ শাকিল (৩৫), ফরিদুল ইসলাম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঝালকাঠি: সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে।-ছবি মুক্ত প্রভাত
ঝালকাঠি পদ্মাা অয়েল কোম্পানী কর্তৃপক্ষ জানায়, সাগর নন্দিনী ২ জাহাজটিতে প্রায় ১১ লাখ লিটার পেট্রোল এবং ডিজেল নিয়ে ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানীর সামনে সুগন্ধ্যা নদীতে নোঙর করে।
শনিবার (১জুলাই) বিকেলে জাহাজটি দিয়ে তেল খালাস করার কথা ছিল। শনিবার দুপুরে ইঞ্জিন রুমে বিস্ফোরন এবং অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বর্তমানে জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে আস্তে আস্তে ডুবে যাচ্ছে।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম।
সার্বিক বিষয়ে ঝালকাঠির সহকারি পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিতুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত ৭ জন নিখোঁজের খবর জানা গেছে। আহত আরো কয়েক জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়েছে।
ঝালকাঠি ফায়র সার্ভিসের ষ্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম জানান, নিখোঁজ কত জন এবং আহতের সঠিক সংখ্যা নির্ধারন করা হচ্ছে। এই মুহুর্তে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে। আগুন এখন সম্পূর্ন নিয়ন্ত্রণে।