
ইসলামপুরে পূর্ব শক্রতার জেরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা- ছবি মুক্ত প্রভাত
জামালপুরের ইসলামপুরে এক বীর মুক্তিযোদ্ধা কে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন তার পরিবার। শনিবার(১জুলাই) দুপুরে উপজেলার পার্থশীর রৌহারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পুত্র আব্দুল্লাহ জানান, ঐদিন দুপুরে তার বাবা ছাদেক আলী(৭০) বাড়ির উঠানে বৃষ্টির পানি নিস্কাশন করতে পাশ দিয়ে ড্রেন কেটে দেন।
এতে পূর্ব শক্রতার জের ধরে প্রতিবেশী জয়নাল আবেদীন ফুলুর পুত্র রফিকুল ইসলাম দুখু গ্যংদের সাথে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলীকে ধাক্কা ও কিলঘুষি দিয়ে আহত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে পাথর্শী ইউপির চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল ঘটনার সত্যতা শিকার করে বলেন,আমি জেনেছি তাকে মার্ডার করা হয়েছে। নিহত বীর মুক্তিযোদ্ধা ইসলামপুর ইসলামীয়া কামিল মাদরাসার অবঃ শিক্ষক ও মসজিদের ঈমামতি করতেন।
এ ব্যাপারে, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বলেন,দিনে দুপুরে একজন মুক্তিযোদ্ধাকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমি এই হত্যাকান্ডের সুস্থ বিচার চাই।