-01-07-23-1688194647.jpg)
অভিনেতা আবু হেনা রনিসহ তার সঙ্গীদের মারধর ও গাড়ি ভাংচুর- ছবি মুক্ত প্রভাত
মিরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির সাথে প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসে হামলার শিকার হয়েছেন তার দুই বন্ধু। ভাংচুর করা হয়েছে গাড়ির কাঁচ। শুক্রবার রাতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় আনন্দ সিনেপ্লেক্সর সামনে ওই হামলার ঘটনা ঘটে।
অভিনেতা আবু হেনা রনিসহ তার সঙ্গীদের মারধর ও গাড়ি ভাংচুর- ছবি মুক্ত প্রভাত
তবে এসময় আবু হেনা রনির ওপর হামলা চালানো হয়নি। হামলার শিকার হওয়া আবু হেনা রনির দুই বন্ধুর নাম তহুরুল ইসলাম (৩৬) ও রাজু আহম্মেদ (৩৫)। তাদের বাড়ি সিংড়া উপজেলার বিলদহর গ্রামে। এঘটনায় আবু হেনা রনির বন্ধু তহুরুল ইসলাম বাদি হয়ে গুরুদাসপুরের চাতাল ব্যবসায়ী মো. ছাবলু মোল্লাসহ চারজনকে অভিযুক্ত করে রাত সাড়ে ১০টার দিকে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
অভিনেতা আবু হেনা রনি জানান, সিনেমা দেখতে গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্সে এসেছিলেন তিনিসহ তার চার বন্ধু। সিনেমা হলের পাশেই তাদের প্রাইভেটকারটি রাখাছিল। মূলত গাড়ি পার্কিং নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ছাবলু মোল্লার সাথে তাদের বাকবিতন্ডা হয়।
অভিনেতা আবু হেনা রনিসহ তার সঙ্গীদের মারধর ও গাড়ি ভাংচুর- ছবি মুক্ত প্রভাত
একপর্যায়ে ছাবলু মোল্লা লোকজন নিয়ে তার দুই বন্ধুর ওপর হামলা চালান। এতে দুই বন্ধু আহত হন। ভেঙ্গে ফেলা হয় গাড়ির সামনের এবং পেছনের কাঁচ। এসময় দুই বন্ধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তিনি।
অভিযুক্ত চাতাল ব্যবসায়ী ছাবলু মোল্লা মোবাইল ফোনে বলেন, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে তিনি প্রাইভেটকার যোগে আনন্দ সিনেপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছিলেন। সিনেপ্লেক্সের পাশেই সড়কের ওপর ছিলেন রনি ও তার বন্ধুরা। হর্ণ দেওয়ার কারণে আবু হেনা রনি’র বন্ধুদের মধ্যে একজন এসে তাকে কলার চেপে ধরেন। এসময় বাকবিতন্ডা শুরু হয়।
অভিনেতা আবু হেনা রনিসহ তার সঙ্গীদের মারধর ও গাড়ি ভাংচুর- ছবি মুক্ত প্রভাত
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান বলেন, হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।