—ছবি সংগৃহিত
শিক্ষক কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের সরকারি আদেশ পি সি ও জারি করা হয়েছে। এই ধাপে মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ একজন শিক্ষক কর্মচারী বেতন পাবেন। এরমধ্যে ৮৬ হাজার ৪৮৫ জন শিক্ষক কর্মচারী রয়েছেন কলেজের এবং দুই লাখ রয়েছেন মাধ্যমিক স্কুলের।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউশি একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শিক্ষক কর্মচারীদের বেতনতার প্রস্তাব মন্ত্রণালয় পাঠানো হয়েছিল এর আগে। প্রস্তাবটি মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি করা হয়েছে।
সূত্র বলছে, বৃহত্তর শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় গত রোববার। দেশে মোট ৩ লাখ ৭৫ হাজার ৬০০ জন এমপিও ভুক্ত শিক্ষক- কর্মচারী কর্মরত আছেন ১৯ হাজার ৮২৫টি মাধ্যমিক স্কুল ও কলেজে।
প্রথম ধাপে অক্টোবর মাসের বেতন ভাতা ইএফটি বাবদ মোট ১০৫৪ কোটি ৯৮ লাখ ৫৪১৭০ টাকা হিসাব বিবরণী ইএমআইএস সেল থেকে পাওয়া গেছে। এই অর্থের মধ্যে রয়েছে মূল বেতন, বাড়ি ভাড়া, বিশেষ সুবিধা।
অক্টোবর মাসের এমপি ও শিক্ষক কর্মচারীদের এমপিও বিল গত শত অক্টোবরের মধ্যে অনলাইনে সাবমিট করার নির্দেশনা দেয়া হয়েছিল। ঐ তথ্য সাবমিট করার দায়িত্ব ছিল প্রতিষ্ঠান প্রধানদের। শিখু কর্মচারীর এমপিও টাকা ইএফ টি তে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করার তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।