
বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে গাইবান্ধায় ২ মৃত্যু
বাস ও প্রাইভেটকারীরের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ জুন) সকাল ৭টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্তাপাড়া এলাকার ব্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, প্রাইভেটকারের চালক মিজান মিয়া (৩৫) ও প্রাইভেটকারের যাত্রী আবুল বাশার মিয়া (৫৫)
জাতীয় পরিপত্র অনুযায়ী তাদের পরিচয়- কুমিল্লার মেঘনা উপজেলার দাউদকান্দি এলাকার হক মিয়ার ছেলে এবং বাশার মিয়া ঢাকার খিলক্ষেত এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে।
এই দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সকালে মুক্ত প্রভাতকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফ আনোয়ার।