—ছবি মুক্ত প্রভাত
মোঃ নুরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মোঃ শামীম রেজাকে সদস্য সচিব মনোনীত করে গঠন করা হল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি।
১৮ অক্টোবর, ২০২৫ রাতে রাজধানীর বারিধারা কসমোপলিটান ক্লাবে সংগঠনের সাধারণ সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
১৯৭৩ সালে ঢাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা ভিত্তিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন হিসেবে এই সংগঠনের ভূমিকা অনস্বীকার্য।
এ সময়ে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক ব্যাংকার সৈয়দ সাইফুল্লাহ, ব্যবসায়ি হাফিজুর রহমান চন্দন, সাবেক জয়েন্ট সেক্রেটারি মোহিনী মোহন চক্রবর্তী, মোবারক হোসেন, আব্দুল আলম হান্নু, কামরুল আহসান, শাহনেওয়াজ খান স্বপন, মিজানুর রহমান, ফাত্তাহ তানভীর রানা, দুলারি বেগম, ফিরোজা পারভীন, শারমিন খান প্রমুখ।