—ছবি মুক্ত প্রভাত
তিন দফা দাবি নিয়ে আন্দোলনে নামা শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল কেন্দ্র শহীদ মিনারে সমাবেশ করবেন এসব শিক্ষকরা। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনুসারে ঘোষণা দেওয়া হয়।
এদিকে পাঁচ শতাংশ বাড়িয়ে দেওয়া হয় বাড়ি ভাড়া। কিন্তু শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে ভুখু মিছিল করেন। মিছিল শেষে রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরণ অনশনের ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, আগামীকাল সোমবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করা হবে।
শিক্ষক নেতা জিজি বলেন, যে কোন নির্বাচনের ৮০ শতাংশ কাজ করতে হয় এমপিভুক্ত শিক্ষকদের। ফলে শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবির সঙ্গে আপনাদের একমত হওয়া উচিত।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক হয় এমপিওভুক্ত শিক্ষকদের। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকদের আন্দোলনের সাথে একমত পোষণ করেন।
তিনি বলেন, বিএনপি'র পক্ষ থেকে খুব শীঘ্রই আন্দোলনস্থলে প্রতিনিধি দল পাঠানো হবে।
শিক্ষকদের লাগাতার আন্দোলনের মুখে ৫% বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষকরা সেই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রোববার জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের কর্মসূচিতে আমার অনশনের ঘোষণা দেয়া হয়।
এর আগে ১২ অক্টোবর রোববার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেট নিক্ষেপের ঘটনা ঘটে। পর থেকে পরদিন সোমবার ১৩ অক্টোবর থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্ট কালের কর্মবিরতি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষকরা।