
বৃষ্টিস্নাত সকালে ঈদের জামাত অনুষ্ঠিত
আজ (২৯ জুন) মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। বায়তুল মোকাররমে ঈদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল শুরুর আগে থেকেই রাজধানী মুশলধারে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টিস্নাত সকালে বৃষ্টি অপেক্ষা করে মুসললিরা ঈদের নামাজ আদায় করেন।
প্রতিবছরের মতো এবারও বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫ টি জামাত অনুষ্ঠিত হবে।
এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এসব তথ্য নিশ্চিত করেছে।
তারা বলছে, বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়। ইমাম হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।
দ্বিতীয় জামাত সকাল ৮ টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম জকামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১ টায়।
এদিকে আজ (২৮ জুন) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
পবিত্র মক্কা নগরির কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
সাধারণ মানুষের সাথে ঈদ উদযাপন করবেন এসব দেশের মুসলিম নেতারা।