
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সুরে মুখোরিত আরাফার ময়দান; গভীর প্রার্থনায় হাজিরা
প্রতি হিজরীর জিলহজ্ব মাসে ৯ম দিনে মুসলিম উম্মাহ হজ্ব পালনে ঐতিহাসিক ময়দান আরফাতে উপস্থিত হয়।
মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সুরে মুখোরিত হয় ঐতিহাসিক ময়দান। এ দিন মহান আল্লাহ সবচেয়ে বেশী মানুষকে ক্ষমা করেন।
আর এ ক্ষমার আশায় আগত হজ্বযাত্রীরা আরাফাতের ময়দানে হাজির হন। নবী করিম (সঃ) বলেছেন আরাফার ময়দানে হাজির হওয়াই হজ্ব।
বিশ্বের মুসলমানরা যে যেখানেই থাকুক না কেন এই দিনে ঐতিহাসিক ময়দানে আসতে হয়। এবং সেখানে গড়ে উঠে এক বিশালমিলনমেলা।
‘‘আজ মঙ্গলবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে হজের খুতবা ও নামাজ আদায়ের মধ্যদিয়ে পালিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফায় অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের ভাষণ দেবেন সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ।’’
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালে ইতিহাসে এবারই সবচেয়ে বেশি হাজির পদচারণায় মুখরিত হচ্ছে কাবা প্রাঙ্গণ।
কাবা ঘর প্রদক্ষিণ করেছেন বিশ্বের ১৬০টি দেশ থেকে আসা লাখো হাজি। পুরো ময়দান এখন মুখোরিত হচ্ছে‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান-নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’।