
-ফাইল ছবি
দেশের আট বিভাগের অনেক জায়গায় আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
‘‘এছাড়া কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এমন আবহাওয়া চলবে আগামী তিনদিন।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এমন আবহাওয়া চলবে আগামী তিনদিন।
আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল ৯টা থেকে ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এরআগে গতকাল সোমবার দেশের ১৬ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেতও দেখাতে বলা হয়।
আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, পাবনা, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ,ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালীসহ দেশের ১৬ অঞ্চলে ওপর দিয়ে দক্ষিন ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে।