
—ছবি মুক্ত প্রভাত
ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ দলীয় মনোনয়ন না পেলেও ঠাকুরগাঁও-৩ আসনে এমপি দাড়াবেন বলে প্রকাশ্যে একটি অনুষ্ঠানে ঘোষনা দিয়েছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযেগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি নেকমরদ ছাত্রদল আয়োজিত কনসার্ট অনুষ্ঠানে তিনি তার বক্তব্যকালে দলীয় মনোনয়ন না পেলেও সংসদ সদস্য নির্বাচন করবেন বলে আশা ব্যক্ত করেন।
জানা গেছে,গত শনিবার নেকমরদ ছাত্রদল কর্তৃক আয়োজিত নাইট টুর্নামেন্ট ও কনসার্ট অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩(রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ অতিথি হিসাবে উপস্তিত হয়ে তার বক্তব্য বলেন, বিএনপির যখন খুব খারাপ অবস্থা ছিলো,তখন তিনি বিএনপির হয়ে একাধিকবার ইলেকশন করেছেন। ৪৭ বছরের রাজনীতি তার। ২০১৮ সালে এমপি নির্বাচিত হয়ে তিনি দলের নির্দেশে পদত্যাগ করেন। এলাকায় তার ব্যাপক জনসমর্থন রয়েছে। এমপি হবার মত ভোট রয়েছে তার।
বক্তব্য দেওয়ার এক পর্যায়ে সাধারণ মানুষের কাতার থেকে একটি প্রশ্ন আসে তার কাছে(জাহিদুর রহমান) যে তিনি যদি দলীয় মনোনয়ন না পান তাহলে তিনি নির্বাচন করবেন কিনা? প্রতি উত্তরে তিনি বলেন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বর্তমানে দলের যে অবস্থা মানুষ বিএনপিকে ভালবাসে এ কারণে টিকে আছে।না হলে থাকা কঠিন,তিনি আরো বলেন, তার শেষ বয়স,তার শেষ নির্বাচন, শেষ চাওয়া পাওয়া। অন্য প্রার্থীদের মধ্যেও তিনি মুরব্বি তাই তিনি দলীয় নমিনেশন চান। নমিনেশন না দিলে তিনি তাও ভোট করবেন বলে আশা প্রকাশ করেন।
নেকমরদ আলিমুদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানসহ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সম্পাদক কামাল আনোয়ার অহাম্মদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফসহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচন করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষ বিপক্ষে বেশ সমালোচনা আলোচনা চলছে।
নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক মানিক বলেন, তিনি বুঝাতে চেয়েছেন,তিনি নমিনেশন পেলেও ভোট করবেন। না পেলে যে নমিনেশন পাবে তার ভোট করবেন। তিনি নিজে ভোট করার কথা বলেননি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, আসলে বিষয়টি একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। তিনি আসলে সেভাবে বলতে চাননি। এটা কথা বলার ক্ষেত্রে উপস্থাপনে ভুল বুঝাবুঝি হয়েছে। তিনি আমাদের বিএনপির অনেক পুরোনো মানুষ। বিএনপির ভালবাসা তার অন্তরে গাথাঁ রয়েছে। তাকে নিয়ে ভূল বুঝার কোন অবকাশ নেয়।
ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান বলেন, বিএনপি তার জীবনের সাথে মিশে আছে। বিএনপির আর্দশ তিনি লালন করে দীর্ঘদিন ধরে দলটিকে ধরে রয়েছেন।
শেষ বয়সে তিনি দলের নীতি আর্দশের বাইরে যাবেন না বলে প্রত্যাশা করেন। এবং তার বক্তব্যটি কাটছাট করে প্রকাশ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।