
—ছবি সংগৃহিত
হংকংয়ের সঙ্গে প্রথম ম্যাচ জিতলেও শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। এখন পরীক্ষা আফগানিস্তানের সঙ্গে। আফগানিস্তানের সঙ্গে জিতলেও সেমিফাইনালে উঠতে কষতে হবে রান রেটের হিসেব।
হিসেব যাইহোক বাংলাদেশ দলের যে ভঙ্গুর পরিস্থিতি তাতে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া নিয়েও রয়েছে বিশাল হিসেব নিকেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাটিং ব্যার্থতার নির্বিষ বোলিংয়ে ২৫ বল আর ৭ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে লিটন দাসদের।
এদিকে পাকিস্তানকে আষ্টেপৃষ্ঠে হারিয়েছে ভারত। শ্রীলঙ্কাও বাংলাদেশের পর ওমানের সঙ্গে গতকালের ম্যাচটিতে দারুণ জয় পেয়েছে।
সব মিলিয়ে এক ম্যাচ জেতা বাংলাদেশ পয়েন্ট টেবিলের খুব একটা ভালো অবস্থানে নেই। এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ রাত আটটায় আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে জ্বলে উঠতে পারবে তো বাংলাদেশ?