
—ছবি সংগৃহিত
দেশে প্রবাসী আয় ও রপ্তানিয়ায় দুটোয় বেড়েছে। বিশেষ করে অর্থপেচার রোদের সরকারের কঠোর পদক্ষেপ নেয়ায় এই আয় বেড়েছে। ফলে ডলারের দাম বর্তমানে কমে আসার কথা। কিন্তু বাংলাদেশ ব্যাংক বর্তমানে ডলার কিনে ডলারের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংক ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে। বাংলাদেশ ব্যাংকের ডলার কিনেছে তার মূল্য পরেছে ১২১ টাকা ৭৫ পয়সা।
আজকের কেনা ডলারসহ চলতি অর্থবছরে এ পর্যন্ত ১৭৪ কোটি ৭৫ লাখ ডলার কেনা হয়েছে। এর ফলে একদিনে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে। ডলারের মূল্য থাকছে ১২০ টাকার উপরে। এসব তথ্য নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ডলার কিনার পর বাংলাদেশ ব্যাংক প্রতিদিন বাংলাদেশের সঙ্গে যেসব দেশের বেশি বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেই দেশগুলোর মুদ্রার গতিবিধি পর্যবেক্ষণও করছে। একইসঙ্গে দেশের বাজারে ডলারের সরবরাহ ও চাহিদার পাশাপাশি দামও নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে থেকে আজ পর্যন্ত ডলার কিনছে। যেসব ব্যাংকের কাছে অতিরিক্ত ডলার ছিল তারা নিলামে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে এসব ডলার বিক্রি করেছে।