
—ছবি সংগৃহিত
ইসরায়েলের বিমানবন্দরে আবারো ড্রোন হামলা চালিয়েছে ইমেনের হুথি বাহিনী। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
তারা বলছে, হুথি বাহিনী ইসরায়েলের ইলাত শহরের কাছে রামন বিমানবন্দরের দিকে ড্রোন হামলাটি চালিয়েছে। তবে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ড্রোনটিকে বাধা দিয়েছে।
সংবাদমাধ্যমগুলো বলছে, হামলার সময় ওই লাকায় সাইরেন বেজে উঠে। এই ঘটনার কয়েকদিন আগেও একই এলাকায় হামলা চালিয়েছিল হুথি বাহিনী। সেসময় লক্ষ্যবস্তু বিমানবন্দরে আঘাত হানে হুথির ড্রোন।
গাজায় গণহত্যা শুরুর পর থেকেই হুথিরা সমুদ্র এলাকায় ইসরায়েলের সামরিক সরবরাহকে বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে হামলা চালিয়েছে। মাঝে মাঝেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়েছে হুথিরা।
এছাড়া ইসরায়েলি দখল করা এলাকাগুলোতেও হুথিরা তাদের হামলা অব্যহত রেখেছে।