
—ছবি মুক্ত প্রভাত
ভোট কারচুপি, জামায়াত নেতার ছাপানো ব্যালট ভোট, গণনা মেশিন, অতিরিক্ত ব্যালট রাখাসহ নানা নিয়মের কারণে বৃহস্পতিবারই ভোট বর্জন করে ছাত্রদল। এরপরেও ভোটগ্রহণ শেষ করে জাকসু প্রশাসন। তবে গণনার সময় একজন পোলিং এজেন্ট মারা যান। সবচেয়ে শুক্রবার নির্বাচনে অনিময়ের কথা জানিয়ে নির্বাচন কমিশন থেকে সরে দাঁড়ান একজন কমিশনার।
সব মিলিয়ে নানা জটিলতায় শনিবার দুপুর পর্যন্ত ফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। তবে সন্ধ্যায় ভোটের ফল ঘোষণার আশা করছি নির্বাচন কমিশন। তবে প্রশ্ন হচ্ছে শনিবার সন্ধ্যায় কি আদো ফল ঘোষণা করতে পারবেন নির্বাচন কমিশন?
নির্বাচন কমিশন একেক সময় একেক রকম কথা বলায় ভোটের ফল ঘোষণা নিয়ে সুনির্দিষ্টভাবে কোন সময় পাওয়া যায়নি। ইতিমধ্যে ১৯ টি হলের ভোট গণনা শেষ করার কথা বলা হয়েছে। বাকি রয়েছে শুধু রবীন্দ্রনাথ ও নজরুল হলের ভোট গণনা। তবে আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে প্রশাসন।
এর আগে অধ্যাপক মাফরুহী সাত্তার নামের একজন কমিশনার জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বিদ্যালয় চত্বরের কলা ভবনের নিচে সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের এই ঘোষণা দেন।
এদিকে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুর রশিদ জিতু জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা ভোট দিয়েছে। এখন ফল স্থগিত করা হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তিনি ষড়যন্ত্র প্রতিহত করবেন।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রার্থী এসব কথা বলেন।
তিনি আরো বলেন,‘একটি স্বার্থন্বেষী মহল জাকসু নির্বাচনের ফল স্থগিতের চেষ্টা করছেন। যদি ফল স্থগিতের মতো কিছু করা হয়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবো।