
—ছবি মুক্ত প্রভাত
নওগাঁর বদলগাছীতে এক হিন্দু পরিবারের বাড়িতে দূর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।
অস্ত্রধারী ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও সোকেস ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, নগত ১৫হাজার টাকা,১ টি মোবাইল ফোন সহ মালামাল লুট করে নিয়ে যায়।
এদিকে ডাকাতির ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গতকার বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দেউলিয়া গ্রামের হিন্দু পরিবার পলাশ চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ৮–১০ জনের একটি ডাকাতদল ওই বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে।
এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের সদস্যরা চিৎকার করতে চাইলে তাদেরকে অস্ত্রের ভয়ভীতি দেখানো হয়।
এরপর ডাকাতরা আমার স্ত্রী কে দিয়ে ছোট ভাই ও তার স্ত্রী কে ঘুম থেকে জেগে তোলে। তারা ঘরের দরজা খুলতেই তাদের কে একই ভাবে অস্ত্র ধরে জিম্মি করে তাদের ঘরের সোকেস ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার সহ দুই ভাইয়ের মোট ১০ ভরি সোনা তারা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় পর্যাপ্ত টহল না থাকায় এসব ঘটনা ঘটছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সকালে পুলিশ সুপার সামিউল সারোয়ার স্যার ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ডাকাতদের শনাক্ত করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।
পুলিশ সুপার সামিউল সারোয়ার বলেন, ডাকাতদলকে ধরতে পুলিশ অভিযান অব্যহত রেখেছে।