
—ছবি মুক্ত প্রভাত
অধ্যাপক মাফরুহী সাত্তার নামের একজন কমিশনার জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বিদ্যালয় চত্বরের কলা ভবনের নিচে সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের এই ঘোষণা দেন।
এদিকে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুর রশিদ জিতু জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা ভোট দিয়েছে। এখন ফল স্থগিত করা হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তিনি ষড়যন্ত্র প্রতিহত করবেন।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রার্থী এসব কথা বলেন।
তিনি আরো বলেন,‘একটি স্বার্থন্বেষী মহল জাকসু নির্বাচনের ফল স্থগিতের চেষ্টা করছেন। যদি ফল স্থগিতের মতো কিছু করা হয়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবো।