
টাকা।
সরকারি কর্মচারীদের মূল বেতন ১০ শতাংশ বেড়েছে। বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হচ্ছে। আগামী মাস জুলাই থেকে এটি কার্যকর হবে।
আজ সোমবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয় এসব তথ্য দিয়েছে।
এরআগে গতকাল রোববার (২৫ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেওয়ার কথা জানান।
আরো পড়ুন:
প্রধানমন্ত্রী এর আগেই মে মাসে এক সংবাদ সম্মেলনে এই বেতন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন।
অর্থ মন্ত্রণালয় বলছে, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। এবিষয়ে একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হবে অর্থমন্ত্রীর কাছে।
অর্থমন্ত্রী দেখার পর তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। জুলাই এসব প্রক্রিয়া শেষ হওয়ার আশা করছে অর্থ মন্ত্রণালয়।