
—ছবি সংগৃহিত
প্রবল বৃষ্টিপাতে ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় অন্ততপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার থেকে দেশটিতে শুরু হয়েছে গভীর বৃষ্টিপাত। ফলে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশ এবং তাদের পর্যটন দ্বীপ বালিতে ১০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন।
ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক বন্যায় বুধবার ঘর ভেসে যাওয়ায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন পাঁচজন। এই ঘটনা পূর্ব নুসা তেরেঙ্গা নাগেয়ে কিও জেলায় ঘটেছে।
এদিন বালির প্রাদেশিক রাজধানী ডেনপাশারের পুলিশ জানিয়েছে, বন্যায় হতাহতদের উদ্ধার করতে উদ্ধারকারীরা বিভিন্ন এলাকা অভিযান চালাচ্ছে। এরই মধ্যে আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ইন্দোনেশিয়া প্রবল বৃষ্টিপাত হয়েছে। হলে নদীর তীর গুলো ভেঙে শহরে পানি প্রবেশ করেছে। পাহাড়ি জনপদে আছড়ে পড়ছে কাদা পাথর ও গাছপালা। পানির তোরে ১১২ টি গ্রাম ডুবে গেছে। এসব এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।