
—ছবি মুক্ত প্রভাত
গলায় গামছা পেঁচানো অবস্থায় সোহেল রানা নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা এলাকার একটি কলাবাগান থেকে বুধবার লাশাটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত সোহেল রানা উপজেলার জরমডাঙ্গা গ্রামের লিলতাব হোসেনের ছেলে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, সারাদিন ভ্যান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরেন সোহেল রানা। রাত নয়টা থেকে নিখোঁজ হন। সকালে খবর পেয়ে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তদন্ত চলছে।