
—ছবি মুক্ত প্রভাত
র্যাবের ধাওয়া খেয়ে ঝাঁপ দিয়ে শাওন নামের যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ঘটনাটি ঘটেছে।
নিহত ওই ব্যাক্ত উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল হকের ছেলে।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, র্যাব-১২ মাদক বিরোধী অভিযানে গেলে ভয়ে শাওন ফুলজোড় নদীতে লাফ দেন। এ সময় তিনি তলিয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং
হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। তার নামে আগের একটি মাদক মামলা রয়েছে।
কামারখন্দ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, নিহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল।