
—ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জ জেলার পাঁচিলা ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছে চোরাই পণ্যের রমরমা ব্যবসা। অভিযোগ উঠেছে, স্থানীয় রতনকান্দি শাহপাড়া এলাকার বাসিন্দা মুজার মন্ডলের ছেলে আব্দুর রহিম নিয়মিতভাবে ট্রাক থেকে অবৈধভাবে পণ্য ক্রয় করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন বিভিন্ন স্থান থেকে চলাচলকারী ট্রাক থেকে তিনি রড, ভুসি, গম, নালি ও ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য চোরাইভাবে ক্রয় করেন। এসব পণ্য বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি করায় স্থানীয় ব্যবসায়ীরা পড়েছেন চরম ক্ষতির মুখে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই চোরাই বাণিজ্য চলছে থানার একদম সামনে, মেইন রোডের পাশে, বিষয়টি যেন দেখার কেউ নেই।
এলাকাবাসী প্রশ্ন তুলছেন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই কীভাবে দিনের পর দিন এমন অপরাধমূলক কার্যক্রম চলতে পারে?
এবিষয়ে হাটিকুমরুল থানার অফিসার ইন্সচার্স মোঃ ইসমাইল হোসেন বলেন, এগুলো চোড়াই মালামাল যারা ক্রয় করে তাদের কোন ছাড় দেওয়া যাবে না। অতি দূত আইনানুগ ব্যবসা নেওয়া হবে।
এ বিষয়ে হাটিকুমরুল স্থানীয়দের দাবি, দ্রুত এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে বাজার ব্যবস্থায় স্থায়ী বিশৃঙ্খলা ও আইন-শৃঙ্খলার অবনতি হবে।