
—ছবি মুক্ত প্রভাত
নুর মোহাম্মদ নামের এই শিশুটিকে ৩ থেকে ৪ দিন ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেল স্টেশনে ঘুরতে দেখা যাচ্ছে। লাল রঙ্গের একটি পাজামা পড়া খালি গায়ে ছেলেটি এখানে সেখানে হেঁটে বেড়াচ্ছে। এর বয়স হবে ৭/৮ বছর। ছেলেটি শুধু তার নিজের নাম বলতে পারে। তাছাড়া বাবা-মা বা কোন স্বজনের নাম সে বলতে পারে না। বলতে পারে না তার নিজের ঠিকানাও।
স্টেশনের পার্শবর্তী নুরুল ইসলাম নামের এক ব্যক্তি কয়েকদিন ধরে ছেলেটির খাবারের ব্যবস্থা করছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিশুটির ছবি দিয়ে তার স্বজনদের খুঁজে বের করার জন্য চেষ্টা করছেন। ছেলেটি কোথা থেকে কিভাবে এসেছে তা কেউই জানে না।
লাহিড়ী মোহনপুর মিল্ক ভিটায় কর্মরত নুরুল ইসলাম ছেলেটির সন্ধান দেবার জন্য এই মোবাইল (০১৭১৫৬৫১২৩৬) নম্বরটি দিয়েছেন। যদি কোন সহৃদয় ব্যক্তি ছেলেটিকে সনাক্ত করতে পারেন তাহলে বর্ণিত মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।
লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার রিজওয়ান হাসান জানান, ছেলেটি সারাদিন এই স্টেশনের প্লার্টফর্মে অথবা স্টেশন সংলগ্ন দোকানে ঘোরাফেরা করছে। কখনো স্টেশন মাস্টারের কক্ষে এসে বসে থাকছে। কিন্তু নিজের নাম ছাড়া আর কিছুই সে বলতে পারে না। ছেলেটির স্বজনদের খুঁজে বের করতে তিনিও চেষ্টা করছেন বলে জানান।