
—ছবি মুক্ত প্রভাত
ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদীতীরে কলেজের স্থান নির্ধারণ করায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ বিড়াজ করছে। উপজেলা সদরে কলেজটি নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন স্থানীয় লোকজন। রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
উপজেলা পরিষদ গেটের সামনে প্রধান সড়কে সকাল ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক সহস্রাধিক মানুষ অংশ নেন। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এতে যোগ দেন।
প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব কাবিল উদ্দিন, এরেন্ডাবাড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান জীবন, জেলা এনসিপি নেতা মাসুদুর রহমান আরিফ, এডভোকেট আশিকুর রহমান মুন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিয়া, বাসদ নেতা রিবতী বর্মন, সাংবাদিক শাকিল আহমেদ, পারভেজ হাসান রুবেল, মোনায়েম হোসেন মীম, তৈয়ব আলী, রায়হান ইসলাম রাহুলসহ স্থানীয় লোকজন মানববন্ধনে বক্তৃতা করেন।
অভিযোগ রয়েছে, স্থানীয়দের মতামতকে উপেক্ষা করে উপজেলা সদরের প্রায় ১২ কিলোমিটার দুরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন একটি গ্রামে টেকনিক্যাল কলেজটি নির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাদের আশঙ্কা, দুর্গম এলাকায় কলেজটি স্থাপন করা হলে শিক্ষার্থী সংকট দেখা দেবে, এমনকি শিক্ষক-কর্মচারীরাও সেখানে থাকতে অনাগ্রহী হবেন। এতে সরকারের মূল উদ্দেশ্য ভেস্তে যাবে। বক্তারা জোর দিয়ে বলেন, কলেজটি উপজেলা সদর কালিরবাজার বা অন্য কোনো জনবহুল এলাকায় স্থাপন করলে শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবে এবং শিক্ষার মানও উন্নত হবে।
স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় রেখে কলেজের স্থান পুনঃনির্ধারণ করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।