
—ছবি সংগৃহিত
তুরস্কে শক্তিশালী ভূমিকম্প অনূভূত হয়েছে। ৪ দশমিক ৯ ছিল ভূমিকম্পের মাত্রা। রবিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে তুরস্কের পশ্চিমাঞ্চলের বালিকেসি প্রদেশে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে।
এর আগে সম্প্রতি আফগান্তিানে শক্তিশালী ভূমিকম্পে ব্যপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে।
ভূমিকম্পটি প্রথম অনুভূত হয় দেশটির সিনদিরগি জেলায়। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্যমতে, প্রায় ৭ দশমিক ৭২ কিলোমিটার মাটির গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
বালিকেসি এবং এর আশপাশের একাধিক প্রদেশে ও উপকূলীয় শহরে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটি শুরু হওয়ার পর পরই বাসিন্দারা ঘরবাড়ি, অফিস ছেড়ে সড়কে বেরিয়ে পড়েন। অনেক মানুষ দৌড়ে খোলা স্থানে আশ্রয় নেন।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, ভূমিকম্পের ঘটনায় তারা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাননি। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি গভিরভাবে পর্যবেক্ষণ করছে