
—ছবি সংগৃহিত
পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। আজ রোববার তিনি এই ঘোষণা দেন। তার নেতৃত্বাধীন জোট সরকার সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দলের ভেতর বাইরে চাপের মুখে পড়েন তিনি।
একারণে ইশিবা ক্ষমতা গ্রহণের ১১ মাসের মাথায় পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।
রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে ইশিবা পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, ‘পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি। দীর্ঘদিন ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নতুন নেতৃত্ব বেছে নেওয়ার জন্য নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আমি দায়িত্ব পালন করবো।’
বলা হচ্ছে, এলডিপির সংখ্যাগরিষ্ঠতা নেই আইনসভার কোনো কক্ষেই। ফলে নতুন দলীয় সভাপতি স্বয়ংক্রীয়ভাবে প্রধানমন্ত্রী হবেন এমন নিশ্চয়তাও নেই।
জাপান বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিরি দেশ। এতো বড় অর্থনীতির দেশে ইশিবার পদত্যাগের ঘোষণা একটি অনিশ্চয়তার ইঙ্গিত বহন করছে।
দেশটিতে বর্তমানে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, গাড়ি শিল্পের ওপর মার্কিন শুল্কের প্রভাব নিয়ে বেশ চাপ আছে। এমন বিভিন্ন কারণেই ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।