
—ছবি মুক্ত প্রভাত
ধান মাড়াই করতে গিয়ে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে দিনমজুর মোঃ নাসির উদ্দীনের। শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া (শ্যামপুর) গ্রামের ২ আগস্ট দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি একই গ্রামের মোঃ চাঁন্দ মুহাম্মাদের ছেলে।
২ আগস্ট অভাবের তাড়নায় অন্যের জমিতে ধান কাটতে গিয়েছিল এবং ধানকাটা শেষ করে ধান থেকে লাড়া আলাদা করার জন্য ধান মাড়া ভুত মেশিনে লাড়াসহ ধান ও হাত হলারের ভিতরে ডুকে যায় ফলে হাতের কাহিনা পর্যন্ত চুরমুচার হয়ে খুলে পড়ে যায়। যায়।
তৎক্ষনাৎ রাজশাহী বিভাগীয় হাসপাতালে নিয়ে গিয়ে হাতের কাহিনা অপারেশন করে রোগীর প্রাণ বাঁচানো হয়।
৭ আগস্ট রোগী ছাড়পত্র নিয়ে বাড়িতে আসে। এলাকাবাসী মোঃ সেহবুল হক, নজরুল ইসলাম, সেরাজুল ইসলাম জানান,মোঃ নাসির উদ্দীন অত্যান্ত গরীর অসহায় মানুষ। তার সংসারে ছয় মেয়ে ও এক ছেলে।
এখন তার চিকিৎসার খরচসহ পরিবারের ভরনপোষণ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে কারণ নাসির উদ্দীন ছিলো সংসারের একমাত্র জোগানদাতা। তাই কোন বিত্তশালী ও সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতো তাহলে ভালো হতো।