
বিড়ম্বনা ছাড়া ঘরে ফিরছে মানুষ
পবিত্র ঈদ-উল-ফিতর থেকে ই-টিকিটের সুবিধা থাকায় বিড়ম্বনা ছাড়া এবার ঈদে ঢাকা ছাড়ছে বাড়ি অভিমুখে লাখো মানুষ। গত বছর রেলওয়ের সিস্টেম ত্রুটির কারণে নানা সমস্যায় পড়তে হতো ট্রেন যাত্রীদের।
কিন্তু এবছর সেই ত্রুটির অবসান ঘটেছে। সবচেয়ে বড় যে বিষয়টি বেশ বিড়ম্বনায় ফেলত যাত্রীদের তা হলো ট্রেনের সিডিউল বিপর্যয়। দীর্ঘদিনের এই সমস্যা এবছর ঈদুল ফিতরের ঈদ থেকে নিরসন হতে চলেছে।
সুনসান কমলাপুর ষ্টেশন
যাত্রীদের সবচেয়ে বড় উচ্ছাসের বিষয় হলো তারা এখন পর্যন্ত কোনো ট্রেনের সিডিউল বিপর্যের কবলে পড়েনি। টিকিট ছাড়া কোনো যাত্রীও কমলাপুর ষ্টেশনে আসেনি।
যাত্রীদের সবচেয়ে বড় উচ্ছাসের বিষয় হলো তারা এখন পর্যন্ত কোনো ট্রেনের সিডিউল বিপর্যের কবলে পড়েনি। টিকিট ছাড়া কোনো যাত্রীও কমলাপুর ষ্টেশনে আসেনি। ফলে উল্লেখযোগ্য ভীড়ও চোখে পড়েনি। গেল বছর উপচে পড়া ভীড়সহ ঠাসাঠাসি করে ষ্টেশনের দিকে যেতে হতো যাত্রীদের। কিন্তু এবছর পুরো ষ্টেশনজুড়ে চলছে সুনসান নিরবতা। মনে হবে এ যেন এক আজব নগরী।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, সোমবার দিনের প্রথম আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদুল আজহায় ঈদযাত্রা শুরু হবে। এদিন ৫০ হাজারের বেশি মানুষ রেলযোগে বিভিন্ন গন্তব্যে ঢাকা ছাড়বেন।
ঈদযাত্রার তৃতীয় দিনেও নেই কোনো অভিযোগ। যথা সমায়েই ট্রেন ছেড়ে যাচ্ছে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্যে। প্রতিবেদকের সাথে কথা হয় তিস্তা এক্সপ্রেসের যাত্রী কামাল সাহেবের সাথে। তিনি ‘‘মুক্তপ্রভাত’’ কে বলেন, আমি স্টেশনে ১০ মিনিট আগে পৌঁছাতে পেরেছিলাম। ভেবেই নিয়েছি ঈদের সময় ট্রেন অনেক দেরিতে যাত্রা করবে। কিন্তু অনেক আগেই ষ্টেশনে ট্রেন অপেক্ষা করতে দেখে বেশ অবাকও হয়েছি। সব মিলে আমার ভালো লাগছে।
এবারও আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে আন্তনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৯ হাজার আসনের টিকিট বিক্রি হবে।
ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হলেও টিকিট বিক্রিতে কিছুটা পরিবর্তন আনা হয়। অনলাইনে দুই ভাগে দেওয়া হয় অগ্রিম টিকিট। ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যায় সকাল ৮টা থেকে। আর দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হয়।
আরও পড়ুন