
ছবি- সংগৃহীত
বিনোদন অঙ্গনের বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমনি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন তিনি, যা ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
স্ট্যাটাসে পরীমনি লিখেছেন ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।’ স্ট্যাটাসটি প্রকাশের পর অনেকে ধারণা করছেন, তিনি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন। কারণ সম্প্রতি কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। সেখানে কেক কাটা ও বক্তব্য দেওয়ার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
পরীমনির পোস্টে নয়ন মুদক নামে একজন মন্তব্য করেন, ‘নামটা অপু বিশ্বাস না হয়ে অপু অবিশ্বাস হওয়া উচিত ছিলো।’ আমান উল্লাহ আমান নামে একজন লিখেছেন, ‘অপু বিশ্বাসকে ধুয়ে দিলেন।’ সানাউল করিম নামে একজন বলেছেন, ‘আওয়ামীলীগ একটানা অনেক বছর ক্ষমতায় থাকায় নৌকায় হাইব্রিড নেতার দখলে চলে গিয়েছিল। অপু বিশ্বাসের মত কিছু ব্যক্তির কাছে জিম্মি হয়ে গিয়েছিল প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকে আবারো প্রমাণ হয়েছে।’
উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অপু বিশ্বাস। অথচ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।