
কিশোরকে বলাৎকারের পর ভিডিও ধারন করায় কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক- ছবি মুক্ত প্রভাত
নাটোরের গুরুদাসপুর উপজেলার খলিফাপাড়া মহল্লা’র ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগে চার কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গুরুদাসপুর থানা পুলিশ।
আটকৃতরা হলেন চাঁচকৈড় সওদাগর পাড়া মহল্লার টুকুর ছেলে রবিন হোসেন, মুনসের মোল্লার ছেলে রাসেল, মনিরুল ইসলামের ছেলে রবিন ইসলাম ও রঞ্জন শাহের ছেলে মেহেদী হাসান ।
বলাৎকারের শিকার কিশোরের মা জানায়, গত (১৮ জুন) বিকেল আনুমানিক ৫টার সময় চাঁচকৈড় খলিফাপাড়া বটতলায় তার ছেলে অবস্থান করছিলো।
সেই সময় টুকুর ছেলে রবিন হোসেন বাজারে গিয়ে চাকা লাগানো জুতা কেনার কথা বলে ডেকে নিয়ে যায়। বাজারে যাওয়ার পরে ডিজে রাসেল, রবিন ও মেহেদী হাসান মিলে তার ছেলেকে খামারনাচঁকৈড় এলাকার একটি আবাদী জমিতে নিয়ে যায়। সেখানে তার ছেলে না যেতে চাইলেও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোড়পুর্বক জমির মধ্যে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ফেলে।
একপর্যায় তারা চারজন মিলে তার ছেলেকে বলাৎকার করে। বলাৎকারের পর মোবাইল ফোনে ভিডিও ধারন করে ডিজে রাসেল। এসকল কথা কাউকে যদি বলে দেয় তাহলে ভিডিও ইন্টারনেটে প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। এছাড়াও তার ছেলের ওপর অনেক নির্যাতন চালায় অভিযুক্তরা। তিনি তার ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আরও বলেন, অভিযুক্তরা কিশোর গ্যাং এর সদস্য। তারা একটি কিশোর গ্যাং সদস্য। সমাজের জন্য তারা ব্যপক হুমকি হয়ে দাড়িয়েছে। প্রতিনিয়ত তাদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান বলেন,‘বলাৎকারের শিকার কিশোরের মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বলাৎকারের ভিডিও ধারন করেছিলো অভিযুক্তরা। সকল ধরনের অপরাধ দমনে থানা পুলিশ সজাগ রয়েছে।#