
—ছবি মুক্ত প্রভাত
বগুড়া ধুনট উপজেলায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। সোমবার রাতে ধর্ষনের শিকার ওই শিশুর পিতা বাদী হয়ে ধুনট থানায় এ মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয় বাদী পেশায় একজন কৃষক। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৭টায় বিলচাপড়ী গ্রামে বাদীর বসতবাড়ির আঙ্গিনায় তার ৩ বছর বয়সের শিশু কন্যা খেলা করছিল। তার মা পাশে গৃহস্থলী কাজ করছিলেন।
এসময় প্রতিবেশী মৃত আলতাব আলীর ছেলে আবু কালাম (৫৮) বিস্কিট দেবার কথা বলে ওই শিশুকে কোলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এদিকে গৃহস্থলি কাজ শেষ করে মা তার মেয়েকে আনতে আবু কালামের বাড়িতে যায়। সেখানে তিনি ঘরে ঢুকে আবু কালামকে তার শিশুকন্যাকে ধর্ষণ করতে দেখে চিৎকার করেন।
এসময় কালাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা অসুস্থ্য শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।