
—ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে ৩টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ঈশ্বরদী-ঢাকা রেলপথ অবরোধ করেন। উল্লাপাড়া স্টেশনে আয়োজিত এই কর্মসূচি চলাকালে লোকজন ট্রেনগুলোর যাত্রা বিরতির জন্য বিভিন্ন শ্লোগান দেন।
ট্রেনগুলো হলো, চিলাহাটি ও ঢাকার মধ্যে চালাচলকারী চিলাহাটি এক্সপ্রেস, ঢাকা ও রংপুরের মধ্যে চলাচলকারী রংপুর এক্সপ্রেস এবং ঢাকা ও রাজশাহীর মধ্যে চলাচলকারী ধুমকেতু এক্সপ্রেস। উল্লাপাড়া স্টেশনে এসব ট্রেনের বিরতি নেই।
সকাল ৮টায় এ অবরোধ শুরু হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান ও সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদস্যদের নিয়ে অবরোধকারীদেরকে সঙ্গে কথা বলেন।
তিনি উল্লিখিত ট্রেনগুলোর যাত্রা বিরতির ব্যাপারে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে অবরোধকারীদেরকে আশ্বাস্ত করলে প্রায় ৪৫ মিনিট পর তারা অবরোধ তুলে নেন। এ সময় এই পথে ট্রেন চলাচল বন্ধ থাকে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল বাতেন বলেন, স্থানীয় জনগনের অবরোধ চলাকালে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া স্টেশনের পশ্চিম প্রান্তে লাহিড়ী মোহনপুর স্টেশনে দাঁড়িয়ে থাকে। অবরোধকারীরা তাদের কর্মসূচি শেষ করলে ট্রেনটি প্রায় ১ ঘন্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। অন্য কোন ট্রেনের সিডিউল বিপর্যয় হয়নি বলে জানান স্টেশন মাষ্টার।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, উল্লাপাড়া স্টেশনে রেল পথ অবরোধকারীদেরকে তাদের দাবি পুরণে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেবার পর তারা তাদের অবরোধ তুলে নেন। পরে এই পথে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। প্রসঙ্গতঃ উল্লিখিত ট্রেনগুলোর উল্লাপাড়ায় যাত্রা বিরতির ব্যাপারে এলাকার লোকজন অনেক দিন ধরে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন।