
—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালী হাতিয়ায় ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। শনিবার বিকেলে উপজেলা সদর ওছখালীতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মো.তামজিদ উদ্দিন, হাতিয়া উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি আরিফ খান, সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন, উপজেলা ছাত্রঅধিকার পরিষদ নেতা আজিম উদ্দিন, আয়াত উদ্দিন, মেহেদী হাসান প্রমূখ।
মিছিলটি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ থেকে শুরু হয়ে উপজেলা ওছখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এর উপর নেক্কারজনক হামলা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। গনতান্ত্রিক আন্দোলনকে ধমিয়ে রাখতে ভিপি নুরের উপর হামলা করা হয়েছে। এই হামলা গনমানুষের কন্ঠ রোধে অপচেষ্ঠা। এই হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান তারা।